গীত 94:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 তাহারা ধার্মিকের প্রাণের বিরুদ্ধে দল বাঁধে, নির্দোষের রক্তকে দোষী করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তারা ধার্মিকের প্রাণের বিরুদ্ধে দল বাঁধে, নির্দোষের রক্তকে দোষী করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 দুষ্টরা ধার্মিকদের বিরুদ্ধে দল বাঁধে আর নির্দোষদের মৃত্যুদণ্ড দেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 ওরা ধার্মিকের জীবন নাশের জন্য দলবদ্ধ হয়, নির্দোষকে দেয় মৃত্যুদণ্ড। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাহারা ধার্ম্মিকের প্রাণের বিরুদ্ধে দল বাঁধে, নির্দ্দোষের রক্তকে দোষী করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ওই বিচারকরা ধার্ম্মিক লোকদের আক্রমণ করে। ওরা নিরপরাধ লোকদের দোষী বলে বিচার করে এবং ওদের হত্যা করে। অধ্যায় দেখুন |