গীত 92:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 সদাপ্রভুর স্তব করা, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে সঙ্গীত করা উত্তম; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 মাবুদের শুকরিয়া আদায় করা; হে সর্বশক্তিমান, তোমার নামের উদ্দেশে কাওয়ালী করা উত্তম; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 সদাপ্রভুর প্রশংসা করা এবং, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে গান করা, উত্তম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 হে প্রভু পরমেশ্বর, তোমার কাছে কৃতজ্ঞতা নিবেদন করা ভাল, তুমি হে পরাৎপর, তোমারই স্তবগান করা শ্রেয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 সদাপ্রভুর স্তব করা; হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে সঙ্গীত করা উত্তম; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 প্রভুর প্রশংসা করাই ভাল। হে পরাৎপর, আপনার নামের প্রশংসা করাই ভাল। অধ্যায় দেখুন |