গীত 91:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তিনি আপন পালখে তোমাকে আবৃত করিবেন, তাঁহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে; তাঁহার সত্য ঢাল ও তনুত্রাণস্বরূপ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তিনি তাঁর পালকে তোমাকে আবৃত করবেন, তাঁর পাখার নিচে তুমি আশ্রয় পাবে; তাঁর বিশ্বস্ততা হল ঢাল ও রক্ষাকারী প্রাচীরস্বরূপ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন, এবং তাঁর ডানার তলায় তুমি আশ্রয় পাবে; তাঁর বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তিনি নিজ পক্ষছায়ায় তোমাকে আবৃত করবেন, তাঁর পক্ষের নীচে তুমি পাবে আশ্রয়, তাঁর সত্য তোমার ঢাল ও চর্মফলক স্বরূপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তিনি আপন পালখে তোমাকে আবৃত করিবেন, তাঁহার পক্ষের নীচে তুমি আশ্রয় পাইবে; তাঁহার সত্য ঢাল ও তনুত্রাণস্বরূপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো। যেমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে, ঈশ্বর তোমায় রক্ষা করবেন। তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল ও প্রাচীরের মত। অধ্যায় দেখুন |