গীত 91:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাঁহাতে নির্ভর করিব’। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আমি মাবুদের বিষয়ে বলবো, ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার আল্লাহ্, আমি তাঁতে নির্ভর করবো’। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 আমি সদাপ্রভু সম্বন্ধে বলব, “তিনিই আমার আশ্রয় এবং আমার উচ্চদুর্গ, আমার ঈশ্বর, যার উপর আমি আস্থা রাখি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 সে প্রভু পরমেশ্বরকে বলে: তুমিই আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, যাঁর উপর আমি করি নির্ভর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাঁহাতে নির্ভর করিব’। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 আমি প্রভুকে বলেছি, “আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনিই আমার দুর্গ। হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি।” অধ্যায় দেখুন |