গীত 90:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 প্রাতঃকালে তৃণ পুষিপত হয়, ও বাড়িয়া উঠে, সায়ংকালে ছিন্ন হইয়া শুষ্ক হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 খুব ভোরে ঘাস গজিয়ে উঠে ও বেড়ে উঠে, সন্ধ্যাবেলা তা কেটে ফেলে ও তা শুকিয়ে যায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সকালে তারা নতুন করে গজিয়ে ওঠে, কিন্তু সন্ধ্যায় তা শুকিয়ে যায় আর বিবর্ণ হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 যে তৃণ বেড়ে ওঠে, ফুল ফোটায়, তারপর শুকিয়ে যায়, ঝরে যায় সন্ধ্যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 প্রাতঃকালে তৃণ পুষ্পিত হয়, ও বাড়িয়া উঠে, সায়ংকালে ছিন্ন হইয়া শুষ্ক হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 সকালে ঘাসগুলো জন্মায় এবং বিকেলে তা শুকিয়ে মরে যায়। অধ্যায় দেখুন |