গীত 9:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 আর তিনিই ধর্মশীলতায় জগতের বিচার করিবেন, ন্যায়ে জাতিগণের শাসন করিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর তিনিই ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন, ন্যায়ে জাতিদের শাসন করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 ধার্মিকতায় তিনি জগৎ শাসন করেন এবং মানুষের ন্যায়বিচার করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 ন্যায়ের বিধানেই শাসন করেন তিনি এ বিশ্বজগত, সমদর্শিতায় সর্বজাতির করেন বিচার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর তিনিই ধর্ম্মশীলতায় জগতের বিচার করিবেন, ন্যায়ে জাতিগণের শাসন করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 প্রভু পৃথিবীতে প্রত্যেককে ন্যায় বিচার দেন। প্রভু সব জাতিদের সৎভাবে বিচার করেন। অধ্যায় দেখুন |