গীত 9:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 কিন্তু সদাপ্রভু চিরকাল সমাসীন থাকিবেন; তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কিন্তু মাবুদ চিরকাল সমাসীন থাকবেন; তিনি বিচারার্থে তাঁর সিংহাসন স্থাপন করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সদাপ্রভু যুগে যুগে শাসন করেন; তিনি বিচার করার জন্য তাঁর সিংহাসন প্রতিষ্ঠা করেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কিন্তু প্রভু পরমেশ্বর থাকবেন চিরকাল সমাসীন তাঁর সিংহাসনে, ন্যায়বিচারের জন্যই স্থাপন করেছেন তিনি তাঁর এ সিংহাসন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কিন্তু সদাপ্রভু চিরকাল সমাসীন থাকিবেন; তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 কিন্তু প্রভু চিরদিনের জন্য শাসন করেন। প্রভু তাঁর রাজ্যকে শক্তিশালী করেছেন। পৃথিবীতে ন্যায় আনবার জন্য তিনি এই কাজ করেছেন। অধ্যায় দেখুন |