গীত 9:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 হে সদাপ্রভু, তাহাদিগকে ভয় প্রদর্শন কর; জাতিগণ জানুক যে, তাহারা মর্ত্যমাত্র। [সেলা] অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 হে মাবুদ, তাদেরকে ভয় দেখাও; জাতিরা জানুক যে, তারা মানুষমাত্র। [সেলা।] অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 হে সদাপ্রভু, ভয়ে তাদের কম্পিত করো; সমস্ত লোক জানুক যে তারা কেবল মরণশীল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 হে প্রভু পরমেশ্বর, সন্ত্রস্ত হোক সকল জাতি, তারা নগণ্য মানুষ মাত্র, –জানুক এ কথা। সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 হে সদাপ্রভু, তাহাদিগকে ভয় প্রদর্শন কর; জাতিগণ জানুক যে, তাহারা মর্ত্ত্যমাত্র। সেলা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 লোকদের কিছু শিক্ষা দিন। তাদের একথা বুঝতে দিন যে তারা কেবলই মানুষ। অধ্যায় দেখুন |