গীত 9:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন; তিনি বিচার সাধন করিয়াছেন; দুষ্ট স্বহস্তের কর্মপাশে বদ্ধ হইয়াছে। [হিগায়োন। সেলা] অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 মাবুদ নিজের পরিচয় দিয়েছেন; তিনি বিচার সাধন করেছেন; নিজের কাজে নিজেই আবদ্ধ হয়েছে। [হিগায়োন। সেলা।] অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 সদাপ্রভু ন্যায়বিচার স্থাপন করতে খ্যাত; দুষ্টরা নিজেদের কাজের ফাঁদে ধরা পড়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 ন্যায়বিচার সম্পন্ন করে প্রভু পরমেশ্বর দিয়েছেন আপন পরিচয়, আপন কর্মের ফাঁদে দুর্জন পড়েছে ধরা। হিগ্গায়োন সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন; তিনি বিচার সাধন করিয়াছেন; দুষ্ট স্বহস্তের কর্ম্মপাশে বদ্ধ হইয়াছে। হিগায়োন। সেলা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 প্রভু ওই মন্দ লোকদের ধরেছেন। তাই লোকজন জানতে পারলো, যারা মন্দ কাজ করে প্রভু তাদের শাস্তি দেন। অধ্যায় দেখুন |