গীত 89:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তুমিই সাগর-দর্পের উপরে কর্তৃত্ব করিতেছ, তাহার তরঙ্গমালা উঠিলে তুমি তাহা প্রশান্ত করিয়া থাক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তুমিই সাগর-গর্জনের উপরে কর্তৃত্ব করছো, তার তরঙ্গমালা উঠলে তুমি তা শান্ত করে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তুমি উত্তাল সমুদ্রের উপর শাসন করো; যখন তার ঢেউ উঁচুতে ওঠে, তুমি তাদের শান্ত করে থাকো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 সমুদ্রের গর্জনকে তুমিই শাসন করে থাক, তুমিই কর প্রশমিত তার উত্তাল তরঙ্গমালা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তুমিই সাগর-দর্পের উপরে কর্ত্তৃত্ব করিতেছ, তাহার তরঙ্গমালা উঠিলে তুমি তাহা প্রশান্ত করিয়া থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 আপনি পরাক্রমশালী সমুদ্রকে শাসন করেন, এর উত্তাল তরঙ্গমালাকে আপনি শান্ত করে দিতে পারেন। অধ্যায় দেখুন |