গীত 89:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 ‘আমি আপন মনোনীত লোকের সহিত নিয়ম করিয়াছি, নিজ দাস দায়ূদের কাছে শপথ করিয়াছি; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তুমি বলেছ, ‘আমি নিজের মনোনীত লোকের সঙ্গে নিয়ম করেছি, নিজের গোলাম দাউদের কাছে এই শপথ করেছি; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তুমি বলেছ, “আমি আমার মনোনীত ব্যক্তির সঙ্গে নিয়ম করেছি, আমার দাস দাউদের কাছে আমি শপথ করেছি, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তুমি বলেছ, আমি আমার মনোনীতজনের সঙ্গে আবদ্ধ হয়েছি সন্ধির বন্ধনে, আমি আপন সেবক দাউদের কাছে করেছি শপথ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 ‘আমি আপন মনোনীত লোকের সহিত নিয়ম করিয়াছি, নিজ দাস দায়ূদের কাছে এই শপথ করিয়াছি; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 ঈশ্বর বলেছেন, “আমার মনোনীত রাজার সঙ্গে আমি একটি চুক্তি করেছি। আমার দাস দায়ূদের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি। অধ্যায় দেখুন |