গীত 89:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 আমি তাহার পক্ষে আমার দয়া চিরকাল রক্ষা করিব, আমার নিয়ম তাহার পক্ষে স্থির থাকিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 আমি তার পক্ষে আমার অটল মহব্বত চিরকাল রক্ষা করবো, আমার নিয়ম তার পক্ষে স্থির থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 আমি চিরদিন তাকে ভালোবাসবো আর তার প্রতি দয়া করব, এবং তার প্রতি আমার নিয়ম কোনোদিন ব্যর্থ হবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 আমার অবিচল প্রেম তার জন্য চিরকাল থাকবে সংরক্ষিত তার সঙ্গে আমার সন্ধিচুক্তি চিরস্থায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 আমি তাহার পক্ষে আমার দয়া চিরকাল রক্ষা করিব, আমার নিয়ম তাহার পক্ষে স্থির থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 আমার প্রেম, ওই মনোনীত রাজাকে সব সময়েই রক্ষা করবে। ওর সঙ্গে আমার চুক্তি কোনদিন শেষ হবে না। অধ্যায় দেখুন |