গীত 89:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 আমার দাস দায়ূদকেই পাইয়াছি, আমার পবিত্র তৈলে তাহাকে অভিষিক্ত করিয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আমার গোলাম দাউদকেই পেয়েছি, আমার পবিত্র তেলে তাকে অভিষিক্ত করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 আমার দাস দাউদকে আমি খুঁজে পেয়েছি; আমার পবিত্র তেল দিয়ে আমি তাকে অভিষিক্ত করেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 আমি মনোনীত করেছি আমার সেবক দাউদকে, পবিত্র তৈলে তাকে আমি করেছি অভিষিক্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আমার দাস দায়ূদকেই পাইয়াছি, আমার পবিত্র তৈলে তাহাকে অভিষিক্ত করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 আমার দাস দায়ূদকে আমি খুঁজে পেয়েছি। বিশেষ তৈল দ্বারা আমি দায়ূদকে অভিষিক্ত করেছি। অধ্যায় দেখুন |