গীত 88:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 তুমি আমার আত্মীয়দিগকে আমা হইতে দূরে রাখিয়াছ, তাহাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার্হ করিয়াছ; আমি অবরুদ্ধ, বাহিরে আসিতে পারি না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তুমি আমার আত্মীয়দের আমা থেকে দূরে রেখেছ, তাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার পাত্র করেছ; আমি অবরুদ্ধ, বাইরে আসতে পারি না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তুমি আমার প্রিয় বন্ধুদের আমার কাছ থেকে দূরে সরিয়েছ আর তাদের মাঝে আমাকে ঘৃণ্য করেছ। আমি অবরুদ্ধ, পালাতে পারি না; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 আমার বন্ধুদের কাছ থেকে তুমি বিচ্ছিন্ন করেছ আমায়, করেছ ঘৃণাস্পদ তাদের কাছে, আমি অবরুদ্ধ, নেই কোন মুক্তির পথ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তুমি আমার আত্মীয়দিগকে আমা হইতে দূরে রাখিয়াছ, তাহাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার্হ করিয়াছ; আমি অবরুদ্ধ, বাহিরে আসিতে পারি না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 আপনি আমার বন্ধুদের আমায় ছেড়ে যেতে বাধ্য করেছেন। অচ্ছুত লোকের মত ওরা সবাই আমাকে এড়িয়ে যায়। আমি গৃহবন্দী হয়ে আছি, আমি বাইরে যেতে পারি না। অধ্যায় দেখুন |
যে ব্যক্তি মনুষ্যের অবজ্ঞাত, প্রজাবৃন্দের ঘৃণাস্পদ ও কর্তৃত্বকারীদের দাস, তাহাকে সদাপ্রভু, ইস্রায়েলের মুক্তিদাতা ও তাহার পবিত্রতম, এই কথা কহেন, তোমাকে দেখিলে রাজারা উঠিয়া দাঁড়াইবে, অধ্যক্ষেরা প্রণিপাত করিবে; সদাপ্রভুর নিমিত্তই করিবে, তিনি ত বিশ্বসনীয়; ইস্রায়েলের পবিত্রতমের নিমিত্ত করিবে, তিনি ত তোমাকে মনোনীত করিয়াছেন।