গীত 88:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আমি মৃতগণের মধ্যে পরিত্যক্ত, আমি কবরশায়ী নিহতদের সদৃশ, যাহাদিগকে তুমি আর স্মরণ কর না; তাহারা তোমার হস্ত হইতে বিচ্ছিন্ন রহিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত, আমি কবরে শায়িত নিহতদের মত, যাদেরকে তুমি আর স্মরণ কর না; তারা তোমার হাত থেকে বিচ্ছিন্ন রয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত, আমি কবরে শুয়ে থাকা নিহতদের মতো, যাদের তুমি আর মনে রাখো না, আর যারা তোমার যত্ন থেকে বিচ্ছিন্ন হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 পরিত্যক্ত মৃতদের মতই আমি একজন যেন কবরে শায়িত নিহত জন। যাদের তুমি আর কর না স্মরণ বিচ্ছিন্ন তারা আজ তোমার সান্নিধ্য থেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আমি মৃতগণের মধ্যে পরিত্যক্ত, আমি কবরশায়ী নিহতদের সদৃশ, যাহাদিগকে তুমি আর স্মরণ কর না; তাহারা তোমার হস্ত হইতে বিচ্ছিন্ন রহিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 ওরা মৃতদের মধ্যে আমাকে খোঁজে। আমি সেই মৃত লোকের মত কবরে পড়ে আছি, যে মৃত লোককে আপনি ভুলে গেছেন, যে আপনার থেকে এবং আপনার যত্ন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অধ্যায় দেখুন |