গীত 88:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 তাহা সমস্ত দিন জলের ন্যায় আমাকে ঘেরিয়াছে; তাহা একসঙ্গে আমাকে বেষ্টন করিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তা সমস্ত দিন পানির মত আমাকে ঘিরে রেখেছে; তা একসঙ্গে আমাকে বেষ্টন করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 বন্যার মতো তা সারাদিন আমাকে ঘিরে রাখে; সম্পূর্ণভাবে তা আমাকে গ্রাস করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 সেই আঘাতের দারুণ প্লাবনে সারাদিন আমি পরিবেষ্টিত, চতুর্দিক থেকে তারা আমায় ঘিরে ধরেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তাহা সমস্ত দিন জলের ন্যায় আমাকে ঘেরিয়াছে; তাহা একসঙ্গে আমাকে বেষ্টন করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 জ্বালা-যন্ত্রণা আমার নিত্যসঙ্গী। আমার মনে হচ্ছে যেন, আমি আমার জ্বালা-যন্ত্রণায় ডুবে যাচ্ছি। অধ্যায় দেখুন |