গীত 87:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আর সিয়োনের বিষয়ে বলা যাইবে, এই ব্যক্তি এবং ঐ ব্যক্তি উহার মধ্যে জন্মিল, এবং পরাৎপর আপনি উহা অটল করিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর সিয়োনের বিষয়ে বলা যাবে, এই ব্যক্তি এবং ঐ ব্যক্তি ওর মধ্যে জন্মগ্রহণ করলো, এবং সর্বশক্তিমান নিজেই সেটি অটল করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 সত্যিই, সিয়োন সম্পর্কে ঘোষণা করা হবে, “এর জন্ম সিয়োনে হয়েছে, ওরও জন্ম হয়েছে, এবং পরাৎপর স্বয়ং তাঁকে প্রতিষ্ঠিত করবেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সিয়োন সম্পর্কে লোকে বলবে: সর্ব জাতিই পরিগণিত হবে সিয়োনের সন্তানরূপে, পরাৎপর স্বয়ং একে দৃঢ়রূপে করবেন প্রতিষ্ঠিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর সিয়োনের বিষয়ে বলা যাইবে, এই ব্যক্তি এবং ঐ ব্যক্তি উহার মধ্যে জন্মিল, এবং পরাৎপর আপনি উহা অটল করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 যারা সিয়োনে জন্মেছে, তাদের প্রত্যেককে ঈশ্বর চেনেন। পরাৎপর এই নগর নির্মাণ করেছেন। অধ্যায় দেখুন |