গীত 86:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 হে ঈশ্বর, অহঙ্কারিগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, দুর্দান্ত লোকদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে, তাহারা তোমাকে আপনাদের সম্মুখে রাখে নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 হে আল্লাহ্, অহঙ্কারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, দুর্দান্ত লোকদের মণ্ডলী আমার প্রাণের খোঁজ করছে, তারা তোমাকে নিজেদের সম্মুখে রাখে নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 দাম্ভিক শত্রুরা আমাকে আক্রমণ করছে, হে ঈশ্বর; নিষ্ঠুর লোকেরা আমাকে হত্যা করার চেষ্টা করছে, তারা তোমাকে মান্য করে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 হে ঈশ্বর, উদ্ধত অত্যাচারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, হিংস্র লোকেরা আমার প্রাণনাশের চেষ্টায় রত, তোমাকে তারা করেছে উপেক্ষা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 হে ঈশ্বর, অহঙ্কারিগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, দুর্দ্দান্ত লোকদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে, তাহারা তোমাকে আপনাদের সম্মুখে রাখে নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 ঈশ্বর, অহঙ্কারী লোকরা আমায় আক্রমণ করছে। একদল নৃশংস লোক আমায় হত্যার চেষ্টা করছে। ওই সব লোক আপনাকে সম্মান করে না। অধ্যায় দেখুন |