গীত 83:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 ইদোমের তাম্বু সকল ও ইশ্মায়েলীয়গণ, মোয়াব ও হাগারীয়গণ, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 ইদোমের সমস্ত তাঁবু ও ইসমাইলীয়রা, মোয়াবীয়রা ও হাজেরীয়রা, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 ইদোমের তাঁবুগুলি আর ইশ্মায়েলীয়রা, মোয়াব আর হাগরীয়রা, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 ইদোমী, ইশ্মায়েলী, মোয়াব ও হাগার-বংশধরদের সকল শিবির, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 ইদোমের তাম্বু সকল ও ইশ্মায়েলীয়গণ, মোয়াব ও হাগারীয়গণ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6-7 ওই শত্রুরা আমাদের সঙ্গে লড়াই করবে বলে এক জোট হয়েছে: ওদের মধ্যে যারা রয়েছে তারা হলো ইদোমবাসী, ইশ্মায়েলীয়, মোয়াব ও হাগারের উত্তরপুরুষ, গবাল, অম্মোন ও অমালেকের অধিবাসী, সোর দেশের লোক এবং পলেষ্টীয় লোকেরা। ওই সব লোক আমাদের সঙ্গে লড়াই করার জন্য একজোট হয়েছে। অধ্যায় দেখুন |