Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 83:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

17 ইহারা চিরতরে লজ্জিত ও বিহ্বল হউক, ইহারা হতাশ ও বিনষ্ট হউক;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 এরা চিরতরে লজ্জিত হোক ও ভীষণ ভয় পাক, এরা হতাশ ও বিনষ্ট হোক;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 তারা চিরকাল যেন লজ্জিত আর আতঙ্কিত হয়; তারা যেন অপমানে বিনষ্ট হয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 লজ্জা ও আতঙ্কে ওরা হোক বিহ্বল, হোক বিধ্বস্ত চরম অপমানে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 ইহারা চিরতরে লজ্জিত ও বিহ্বল হউক, ইহারা হতাশ ও বিনষ্ট হউক;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 ঈশ্বর, চিরদিনের মত ওদের ভীত ও লজ্জিত করে দিন। ওদের অপমানিত ও বিনষ্ট করুন।

অধ্যায় দেখুন কপি




গীত 83:17
4 ক্রস রেফারেন্স  

যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও অপমানিত হউক; যাহারা আমার অনিষ্টের সঙ্কল্প করে, তাহারা ফিরিয়া যাউক, হতাশ হউক।


আমার বিপক্ষগণ অপমান-পরিহিত হইবে, উত্তরীয়ের ন্যায় তাহারা লজ্জায় আচ্ছাদিত হইবে।


যাহারা আমার বিপদে আনন্দিত হয়, তাহারা একসঙ্গে লজ্জিত ও হতাশ হউক; যাহারা আমার বিরুদ্ধে শ্লাঘা করে, তাহারা লজ্জায় ও অপমানে আচ্ছন্ন হউক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন