গীত 83:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তদ্রূপ তুমি ইহাদিগকে তোমার ঝটিকায় তাড়না কর, তোমার প্রচণ্ড বাত্যায় বিহ্বল কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তদ্রূপ তুমি এদেরকে তোমার ঝটিকায় তাড়না কর, তোমার প্রচণ্ড ঝড় দিয়ে ভীষণ ভয় দেখাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 সেইরকম তোমার প্রচণ্ড ঝড়ে তাদের তাড়া করো আর তোমার ঝড়ে তাদের আতঙ্কিত করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তেমনি করে তোমার ঝঞ্ঝায় এদের বিতাড়িত কর, এদের সন্ত্রস্ত কর তোমার প্রচণ্ড ঘূর্ণি বাত্যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তদ্রূপ তুমি ইহাদিগকে তোমার ঝটিকায় তাড়না কর, তোমার প্রচণ্ড বাত্যায় বিহ্বল কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 হে ঈশ্বর, ঝড় যেমন করে ধূলো উড়িয়ে নিয়ে যায় তেমনি করে আপনি ওই লোকেদের তাড়া করুন। টর্নেডোর মত ওদের কাঁপিয়ে দিন, ওদের উড়িয়ে দিন। অধ্যায় দেখুন |