Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 82:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 কিন্তু তোমরা মনুষ্যের ন্যায় মরিবে, একজন অধ্যক্ষের ন্যায় পতিত হইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 কিন্তু তোমরা মানুষের মত মরবে, অন্যান্য শাসনকর্তাদের মতই তোমাদের পতন হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 কিন্তু সামান্য মানুষের মতো তোমাদের মৃত্যু হবে; অন্যান্য সব শাসকের মতো তোমাদেরও পতন হবে।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 কিন্তু তা সত্ত্বেও মর্ত্যমানবের মতই তোমাদের মৃত্যু হবে, হে অভিজাতকুল! ঐ একইভাবে তোমাদেরও হবে পতন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কিন্তু তোমরা মনুষ্যের ন্যায় মরিবে, এক জন অধ্যক্ষের ন্যায় পতিত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 যেমন ভাবে সাধারণ মানুষ অবশ্যই মরে, তোমরাও সেই ভাবেই মারা যাবে। সব নেতারা যেভাবে মারা যায়, তোমরাও সেইভাবেই মারা যাবে।”

অধ্যায় দেখুন কপি




গীত 82:7
5 ক্রস রেফারেন্স  

ইহার ভাব এই, যেন জলের নিকটবর্তী বৃক্ষ সকল আপন আপন উচ্চতায় গর্বিত না হয়, আপন আপন শিখর মেঘমালার মধ্যে স্থাপন না করে, তাহাদের তেজীয়ানেরা, জলপায়ী সকলে, যেন স্ব স্ব উচ্চতায় দণ্ডায়মান না হয়; কেননা তাহারা সকলে মৃত্যুতে, অধোভুবনে, মনুষ্য-সন্তানদের মধ্যে, পাতালবাসীদের নিকটে, সমর্পিত হইয়াছে।


কিন্তু মনুষ্য ঐশ্বর্যশালী হইলেও স্থির থাকে না; সে নশ্বর পশুদের সদৃশ।


আর সে কবরে নীত হইবে, লোকে তাহার কবর-স্থান চৌকি দিবে।


তুমি ইহাদের প্রধানবর্গকে ওরেব ও সেবের সমান কর, ইহাদের অধিপতি সকলকে সেবহ ও সল্‌মুন্নের সমান কর।


তোমার বধকারীর সাক্ষাতে তুমি কি বলিবে, ‘আমি ঈশ্বর’? কিন্তু যে তোমাকে বিদ্ধ করিবে, তাহার হস্তে ত তুমি মনুষ্যমাত্র, দেবতা নহ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন