গীত 81:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 হে আমার প্রজালোক, শুন, আমি তোমার কাছে সাক্ষ্য দিব; হে ইস্রায়েল, তুমি যদি আমার কথা শুন! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 হে আমার লোকবৃন্দ, শোন, আমি তোমার কাছে সাক্ষ্য দেব; হে ইসরাইল, তুমি যদি আমার কথা শোন! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 হে আমার ভক্তেরা, আমার কথা শোনো, আর আমি তোমাদের সতর্ক করব— হে ইস্রায়েল, যদি তুমি আমার কথা শুনতে! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 হে আমার প্রজাবৃন্দ শোন, শোন আমার সাবধান বাণী হে ইসরায়েল, মন দাও আমার কথায়! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 হে আমার প্রজালোক, শুন, আমি তোমার কাছে সাক্ষ্য দিব; হে ইস্রায়েল, তুমি যদি আমার কথা শুন! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 “হে আমার লোকজন, আমার কথা শোন। তোমাদের আমি আমার চুক্তি দেব, হে ইস্রায়েল, আমার কথা শোন! অধ্যায় দেখুন |