গীত 80:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 বন হইতে শূকর আসিয়া তাহা কুচায়, মাঠের পশু তাহা মুড়াইয়া খাইয়া ফেলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 বন থেকে শূকর এসে তা ছারখার করে, মাঠের পশু তা মুড়িয়ে খেয়ে ফেলে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 বন্য শূকর তা ছারখার করে, আর মাঠের কীটপতঙ্গ সেখান থেকে খাবার সংগ্রহ করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 বন্য শুকরের পাল এসে ছিন্নভিন্ন করে দেয় তাকে, নিঃশেষে গ্রাস করে তাকে মাঠের পশুপাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 বন হইতে শূকর আসিয়া তাহা কুচায়, মাঠের পশু তাহা মুড়াইয়া খাইয়া ফেলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 বুনো শূকররা এসে আমাদের দ্রাক্ষাক্ষেতে ঘুরে বেড়ায়। বুনো জন্তুরা এসে এর পাতা খায়। অধ্যায় দেখুন |