গীত 80:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 তুমি কেন তাহার বেড়া ভাঙ্গিয়া ফেলিলে? পথিক সকল যে তাহার পত্র ছিঁড়ে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তুমি কেন তার বেড়া ভেঙ্গে ফেললে? যে সব পথিক তার পাশ দিয়ে যায় তারাই যে তার ফল ছেঁড়ে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 কেন তুমি তার প্রাচীর ভেঙে ফেলেছ যেন যেতে আসতে সব লোকেরা তার আঙুর ছেঁড়ে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 কিন্তু কেন তুমি ভেঙ্গে দিলে তার সুরক্ষিত বেষ্টনী? তার জন্য যারাই এ পথে যায় তারা ছিঁড়ে নেয় তার ফল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তুমি কেন তাহার বেড়া ভাঙ্গিয়া ফেলিলে? পথিক সকল যে তাহার পত্র ছিঁড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 ঈশ্বর, যে প্রাচীর আপনার দ্রাক্ষালতাকে রক্ষা করতো, কেন তাকে ভেঙে ফেললেন? এখন যে কোন ব্যক্তিই এর ধার দিয়ে যায়, সেই এর দ্রাক্ষা তুলে নিয়ে যায়। অধ্যায় দেখুন |