Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 80:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 তাহার ছায়ায় পর্বতগণ ঢাকা পড়িয়া গেল, তাহার শাখা সকল ঈশ্বরের এরস বৃক্ষচয়ের তুল্য হইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তার ছায়ায় পর্বতমালা ঢাকা পড়ে গেল, তার সমস্ত শাখা শক্তিশালী এরস গাছগুলোকে ঢেকে ফেললো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তার ছায়ায় পর্বতসকল, তার ডালপালায় সর্বোচ্চ দেবদারুবন ঢাকা পড়ল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 গিরিশ্রেণী ঢাকা পড়ল তার ছায়ায়, তার শাখাগুলি হল প্রকাণ্ড সীডার বৃক্ষের মত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তাহার ছায়ার পর্ব্বতগণ ঢাকা পড়িয়া গেল, তাহার শাখা সকল ঈশ্বরের এরস বৃক্ষ চয়ের তুল্য হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 এটি পর্বতকে ঢেকে দিয়েছে। এর পাতাগুলি বৃহৎ‌‌ এরস গাছকেও ছায়া দিয়েছে।

অধ্যায় দেখুন কপি




গীত 80:10
2 ক্রস রেফারেন্স  

পরিতৃপ্ত হইয়াছে সদাপ্রভুর বৃক্ষ সকল, লিবানোনের সেই এরস বৃক্ষরাজি, যাহা তিনি রোপণ করিয়াছেন।


আর তোমাদের অগ্রে অগ্রে ভিমরুল প্রেরণ করিলাম; তাহারা তোমাদের সম্মুখ হইতে সেই জনগণকে, ইমোরীয়দের সেই দুই রাজাকে দূর করিয়া দিল; তোমার খড়্‌গে বা ধনুকে উহা হইল না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন