গীত 8:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 শূন্যের পক্ষিগণ, এবং সাগরের মৎস্য, যাহা কিছু সমুদ্রপথগামী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 শূন্যের পাখিরা এবং সাগরের মাছ, যা কিছু সমুদ্রপথগামী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 আকাশের যত পাখি, সমুদ্রের যত মাছ, যা সমুদ্র প্রবাহে সাঁতার কাটে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 আকাশের যত পাখী, সাগরের মৎস্যকুল, জলচর সমস্ত প্রাণী –সবই করেছ তুমি তারই অধীন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 শূন্যের পক্ষিগণ, এবং সাগরের মৎস্য, যাহা কিছু সমুদ্রপথগামী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 আকাশের পাখী ও জলের মাছের ওপর কর্ত্তৃত্ব করেছে। অধ্যায় দেখুন |