গীত 8:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 [বলি,] মর্ত্য কি যে, তুমি তাহাকে স্মরণ কর? মনুষ্য-সন্তান বা কি যে, তাহার তত্ত্বাবধান কর? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 (বলি), মানুষ কি যে, তুমি তাকে স্মরণ কর? মানুষ সন্তানই বা কি যে, তার তত্ত্বাবধান কর? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো? মানুষ কি যে, তার তুমি যত্ন করো? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তখন মনে হয়, কে এই নশ্বর মানব? কেন ভাব তার কথা? কেন এই মানবের প্রতি তুমি এত সযত্ন সজাগ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 [বলি], মর্ত্ত্য কি যে, তুমি তাহাকে স্মরণ কর? মনুষ্য-সন্তান বা কি যে, তাহার তত্ত্বাবধান কর? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কেন আপনি তাদের কথা স্মরণ করেন? কেন লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ? আপনি তাদের দিকে তাকিয়েই বা দেখেন কেন?” অধ্যায় দেখুন |