গীত 79:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 হে সদাপ্রভু, আর কতকাল তুমি নিরন্তর ক্রুদ্ধ থাকিবে? তোমার অন্তর্জ্বালা কি অগ্নির ন্যায় জ্বলিবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 হে মাবুদ, আর কতকাল তুমি নিরন্তর ক্রুদ্ধ থাকবে? তোমার অন্তর্জ্বালা কি আগুনের মত জ্বলবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 হে সদাপ্রভু, আর কত কাল? তুমি কি চিরকাল ক্রুদ্ধ থাকবে? কত কাল তোমার ঈর্ষা আগুনের মতো জ্বলবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 হে প্রভু, আর কতকাল? তুমি কি নিরন্তর ক্রুদ্ধ হয়েই থাকবে? তোমার অন্তর্জ্বালা কি আগুনের মতই জ্বলতে থাকবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 হে সদাপ্রভু, আর কতকাল তুমি নিরন্তর ক্রুদ্ধ থাকিবে? তোমার অন্তর্জ্বালা কি অগ্নির ন্যায় জ্বলিবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 ঈশ্বর, চিরদিনই কি আপনি আমাদের প্রতি ক্রুদ্ধ থাকবেন? আপনার তীব্র আবেগ কি আগুনের মতই জ্বলতে থাকবে? অধ্যায় দেখুন |