গীত 78:72 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)72 আর উনি হৃদয়ের সিদ্ধতানুসারে তাহাদিগকে চরাইলেন, আপন হস্তের দক্ষতায় তাহাদিগকে চালাইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস72 আর উনি হৃদয়ের সিদ্ধতানুসারে তাদের চরালেন, তাঁর দক্ষ হাতে তাদেরকে চালালেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ72 এবং হৃদয়ের সততায় দাউদ পালকরূপে তাদের যত্ন নিলেন; এবং দক্ষ হাতের সাহায্যে তাদের পরিচালনা করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)72 নিঃস্বার্থ ভালবাসায় দাউদ পালন করলেন তাদের, পরম নিষ্ঠায় নিপুণ হাতে করলেন তাদের পরিচালনা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)72 আর উনি হৃদয়ের সিদ্ধতানুসারে তাহাদিগকে চরাইলেন, আপন হস্তের দক্ষতায় তাহাদিগকে চালাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল72 দায়ূদ পবিত্র মনে তাদের নেতৃত্ব দিলেন। তিনি খুব প্রজ্ঞার সঙ্গে তাদের পরিচালিত করলেন। অধ্যায় দেখুন |