গীত 78:60 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)60 তিনি শীলোস্থিত আবাস ত্যাগ করিলেন, সেই তাম্বু, যাহা তিনি মনুষ্যদের মধ্যে স্থাপন করিয়াছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস60 তিনি শীলোস্থিত আবাস ত্যাগ করলেন, সেই তাঁবু, যা তিনি মানুষের মধ্যে স্থাপন করেছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ60 তিনি শীলোতে সমাগম তাঁবু পরিত্যাগ করলেন, সেই তাঁবু যা তিনি মানুষদের মধ্যে স্থাপন করেছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)60 তিনি পরিত্যাগ করলেন শীলোর পীঠস্থান যেখানে মানুষের মাঝে তিনি স্থাপন করেছিলেন তাঁর শিবির। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)60 তিনি শীলোস্থিত আবাস ত্যাগ করিলেন, সেই তাম্বু, যাহা তিনি মনুষ্যদের মধ্যে স্থাপন করিয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল60 ঈশ্বর পবিত্র তাঁবুটি শীলোতে রেখেছিলেন। সাধারণ লোকদের মধ্যে ঈশ্বর সেই তাঁবুতে থাকতেন। অধ্যায় দেখুন |