Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 78:45 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

45 তিনি তাহাদের মধ্যে গ্রাসকারী দংশক, ও বিনাশকারী ভেক প্রেরণ করিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

45 তিনি তাদের মধ্যে গ্রাসকারী ডাঁশ মাছি, ও বিনাশকারী ভেক প্রেরণ করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

45 তিনি ঝাঁকে ঝাঁকে মাছি পাঠালেন যা তাদের গ্রাস করল, আর ব্যাঙদের পাঠালেন যা তাদের বিধ্বস্ত করল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

45 তাদের মাঝে তিনি পাঠালেন দংশনকারী পতঙ্গের ঝাঁক, পাঠালেন ভেককুল, যারা বিপর্যস্ত করে তুলল সারা দেশ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

45 তিনি তাহাদের মধ্যে গ্রাসকারী দংশক, ও বিনাশকারী ভেক প্রেরণ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

45 ঈশ্বর ঝাঁকে ঝাঁকে মাছি পাঠালেন যারা মিশরবাসীদের কামড় দিলো, তিনি অগনিত ব্যাঙ পাঠালেন যারা মিশরবাসীর জীবন ধ্বংস করে দিলো।

অধ্যায় দেখুন কপি




গীত 78:45
6 ক্রস রেফারেন্স  

পরে দ্বিতীয় দূত সমুদ্রের উপরে আপন বাটি ঢালিলেন, তাহাতে তাহা মৃত লোকের রক্তের তুল্য হইল, এবং সমস্ত জীবিত প্রাণী, সমুদ্রের সমস্ত প্রাণী, মরিল।


তখন তাঁহারা সেইরূপ করিলেন; হারোণ আপন যষ্টিসহ হস্ত বিস্তার করিয়া ভূমির ধূলিতে প্রহার করিলেন, তাহাতে মনুষ্যের ও পশুর দেহে পিশু হইল, মিসর দেশের সর্বত্র ভূমির সকল ধূলি পিশু হইয়া গেল।


আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি প্রত্যুষে উঠিয়া গিয়া ফরৌণের সম্মুখে দাঁড়াও; দেখ, সে জলের কাছে আসিবে; তুমি তাহাকে এই কথা বল, সদাপ্রভু এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন