গীত 78:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)36 কিন্তু তাহারা মুখে তাঁহার চাটুবাদ করিল, জিহ্বাতে তাঁহার নিকটে মিথ্যা কহিল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 কিন্তু তারা মুখে তাঁর তোষামোদ করলো, জিহ্বাতে তাঁর কাছে মিথ্যা বললো; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 কিন্তু তারা তাদের মুখ দিয়ে তাঁকে তোষামোদ করল, তাদের জিভ দিয়ে তাঁর প্রতি মিথ্যা কথা বলল; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 কিন্তু এ সবই ছিল ছলনা, আন্তরিকতা ছিল না সেখানে তাদের রসনা করেছিল মিথ্যা ভাষণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 কিন্তু তাহারা মুখে তাঁহার চাটুবাদ করিল, জিহ্বাতে তাঁহার নিকটে মিথ্যা কহিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 ওরা বলেছিলো, ওরা তাঁকে ভালোবাসে কিন্তু ওরা মিথ্যা কথা বলেছিলো। ওই সব লোক একেবারেই আন্তরিক ছিলো না। অধ্যায় দেখুন |