গীত 78:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 তখন তাহারা ভোজন করিয়া পরিতৃপ্ত হইল; তিনি তাহাদের অভীষ্ট বস্তু তাহাদিগকে দিলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 তখন তারা ভোজন করে পরিতৃপ্ত হল; তিনি তাদের অভীষ্ট বস্তু তাদেরকে দিলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 তারা গলা পর্যন্ত খাবার খেয়ে তৃপ্ত হল— তাদের আকাঙ্ক্ষা তিনি পূর্ণ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 তারা তা ভক্ষণ করে পরিতৃপ্ত হল কারণ তাদের ঈপ্সিত বস্তুই তিনি দিয়েছিলেন তাদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 তখন তাহারা ভোজন করিয়া পরিতৃপ্ত হইল; তিনি তাহাদের অভীষ্ট বস্তু তাহাদিগকে দিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 তাদের কাছে বিরাট খাদ্যের ভাণ্ডার ছিল। কিন্তু তাদের ক্ষুধা তাদের পাপকার্যে প্ররোচিত করেছিল। অধ্যায় দেখুন |