গীত 78:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 তিনি তাহাদের উপরে মাংসকে ধূলির ন্যায়, পক্ষধারী বিহঙ্গকে সমুদ্রের বালির ন্যায় বর্ষণ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 তিনি তাদের উপরে মাংসকে ধূলিকণার মত, পাখাওয়ালা পাখিগুলো সমুদ্রের বালির মত বর্ষণ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 তিনি ধুলোর মতো মাংস বৃষ্টি করলেন, আর সমুদ্রতীরে বালির মতো পাখি দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 তাদের মাঝে তিনি উড়িয়ে আনলেন অসংখ্য বিহঙ্গকুল সাগরবেলার বালুকারাশির মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 তিনি তাহাদের উপরে মাংসকে ধূলির ন্যায়, পক্ষধারী বিহঙ্গকে সমুদ্রের বালির ন্যায় বর্ষণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 ঈশ্বর তেমানের দিক থেকে সেই বায়ুকে প্রবাহিত করালেন এবং যে নীল আকাশের দিকটায় প্রচুর পাখি ছিল সেই দিকটা অন্ধকারময় হয়ে গেল। অধ্যায় দেখুন |