গীত 78:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 তিনি ভক্ষ্যের জন্য তাহাদের উপরে মান্না বর্ষণ করিলেন, তাহাদিগকে স্বর্গের শস্য দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তিনি খাদ্যের জন্য তাদের উপরে মান্না বর্ষণ করলেন, তাদেরকে বেহেশতের শস্য দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 লোকেদের খাদ্যের জন্য তিনি বৃষ্টির মতো মান্না নিয়ে এলেন, তিনি তাদের স্বর্গের শস্য দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তাদের ক্ষুধা নিবারণের জন্য বর্ষণ করলেন মান্না, তাদের জন্য দিলেন স্বর্গীয় শস্যসম্ভার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তিনি ভক্ষ্যের জন্য তাহাদের উপরে মান্না বর্ষণ করিলেন, তাহাদিগকে স্বর্গের শস্য দিলেন। অধ্যায় দেখুন |