গীত 78:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 কেননা তাহারা ঈশ্বরে বিশ্বাস করিত না, তাঁহার পরিত্রাণে নির্ভর করিত না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 কেননা আল্লাহ্র উপরে তাদের ঈমান ছিল না, তাঁর উদ্ধারের শক্তিতে নির্ভর করতো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 কেননা তারা ঈশ্বরে বিশ্বাস করেনি এবং তাঁর উদ্ধারে আস্থা রাখেনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কারণ ঈশ্বরে বিশ্বাস ছিল না তাদের, তাঁর ত্রাণশক্তিতে তারা করেনি নির্ভর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কেননা তাহারা ঈশ্বরে বিশ্বাস করিত না, তাঁহার পরিত্রাণে নির্ভর করিত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 কেন? কারণ লোকরা তাঁকে বিশ্বাস করে নি। ঈশ্বর যে ওদের রক্ষা করতে পারেন, তা ওরা বিশ্বাস করে নি। অধ্যায় দেখুন |