গীত 78:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 অতএব সদাপ্রভু তাহা শুনিয়া ক্রোধান্বিত হইলেন; যাকোবের বিরুদ্ধে অগ্নি প্রজ্বলিত হইল, ইস্রায়েলের বিরুদ্ধে কোপ উঠিল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 অতএব মাবুদ তা শুনে ক্রুদ্ধ হলেন; ইয়াকুবের বিরুদ্ধে আগুন প্রজ্বলিত হল, ইসরাইলের বিরুদ্ধে তাঁর গজব জেগে উঠল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 যখন সদাপ্রভু তাদের কথা শুনলেন তিনি রাগে অগ্নিশর্মা হলেন; যাকোবের বিরুদ্ধে তাঁর আগুন জ্বলে উঠল, আর তাঁর ক্রোধ ইস্রায়েলের বিরুদ্ধে প্রজ্জ্বলিত হল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তাদের এ কথা শুনে ক্রুদ্ধ হলেন প্রভু পরমেশ্বর যাকোবের বিরুদ্ধে প্রজ্বলিত হল তাঁর কোপানল, ইসরায়েলের বিরুদ্ধে প্রকুপিত হল তাঁর রোষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 অতএব সদাপ্রভু তাহা শুনিয়া ক্রোধান্বিত হইলেন; যাকোবের বিরুদ্ধে অগ্নি প্রজ্বলিত হইল, ইস্রায়েলের বিরুদ্ধে কোপ উঠিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ওই লোকগুলো কি বলছে, প্রভু তা শুনলেন। যাকোবের ওপর ঈশ্বর প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। ইস্রায়েলের ওপর ঈশ্বর প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। অধ্যায় দেখুন |