গীত 77:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল; জলসমূহ তোমাকে দেখিল, কম্পিত হইল, জলধি সকলও বিচলিত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 হে আল্লাহ্, জলরাশি তোমাকে দেখলো; জলরাশি তোমাকে দেখে কেঁপে উঠলো, সমস্ত জলধিও বিচলিত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 জলধি তোমাকে দেখল, হে ঈশ্বর, জলধি তোমাকে দেখল আর কুঁকড়ে গেল; মহা অতল কম্পিত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 হে ঈশ্বর, জলরাশি দেখল তোমায়, মহা আতঙ্কে হল আলোড়িত, তোমার দর্শনে গবীর জলধি হল কম্পমান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল; জলসমূহ তোমাকে দেখিল, কম্পিত হইল, জলধি সকলও বিচলিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 ঈশ্বর, আপনাকে দেখে জলও ভীত হয়েছিলো। গভীর জলরাশি আপনাকে দেখে ভয়ে কেঁপে গিয়েছিলো। অধ্যায় দেখুন |