গীত 77:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল [স্মরণ করিব]। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 পরে আমি বললাম, এটাই আমার দুঃখ যে, সর্বশক্তিমানের ডান হাতখানা বদলে গেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তখন আমি ভাবলাম, “এই আমার পরিণতি; পরাৎপরের হাত আমার বিরুদ্ধে গিয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 আমি বলি: বড় দুঃখ আমার পরাৎপরের বাহুবল কি খর্ব হয়েছে আজ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল [স্মরণ করিব]। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তারপর আমি ভাবলাম, “যে বিষয়টা আমায় সব থেকে বেশী বিব্রত করলো তা হল: পরাৎপর কি তাঁর ক্ষমতা হারিয়েছেন?” অধ্যায় দেখুন |