Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 75:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব, কিন্তু ধার্মিকগণের শৃঙ্গ উচ্চীকৃত হইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আর আমি দুষ্টদের সমস্ত শিং কেটে ফেলবো, কিন্তু ধার্মিকদের শিং উন্নত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 কারণ ঈশ্বর বলেন, “আমি সব দুষ্টের শক্তি চূর্ণ করব, কিন্তু আমি ধার্মিকদের শক্তিবৃদ্ধি করব।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 আমি চূর্ণ করব দুষ্টদের সকল দর্প, কিন্তু ধার্মিকদের শির হবে উন্নত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব, কিন্তু ধার্ম্মিকগণের শৃঙ্গ উচ্চীকৃত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 ঈশ্বর বলেন, “মন্দ লোকদের শক্তি আমি হরণ করবো এবং ভাল লোকদের আমি বেশী শক্তি দেবো।”

অধ্যায় দেখুন কপি




গীত 75:10
8 ক্রস রেফারেন্স  

কিন্তু তুমি আমার শৃঙ্গ গবয়ের শৃঙ্গবৎ উন্নত করিয়াছ; আমি নব তৈলে অভিষিক্ত হইয়াছি।


যেহেতু তুমিই তাহাদের বলের শোভা, আর তোমার অনুগ্রহে আমাদের শৃঙ্গ উন্নত হইবে।


মোয়াবের শৃঙ্গ ছিন্ন, ও তাহার বাহু ভগ্ন হইল, ইহা সদাপ্রভু কহেন।


আর তিনি আপন প্রজাদের জন্য এক শৃঙ্গ উত্তোলন করিয়াছেন, তাহা প্রশংসা-ভূমি, তাঁহার সমস্ত সাধুর নিমিত্ত, ইস্রায়েল-সন্তানদের নিমিত্ত, যাহারা তাঁহার নিকটস্থ প্রজা। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।


প্রতি প্রভাতে আমি দেশস্থ সকল দুষ্টকে বিনষ্ট করিব; যেন সমস্ত অধর্মাচারীকে সদাপ্রভুর নগর হইতে উচ্ছিন্ন করি।


আর আমাদের জন্য আপন দাস দায়ূদের কুলে পরিত্রাণের এক শৃঙ্গ উঠাইয়াছেন,


পরে হান্না প্রার্থনা করিয়া কহিলেন, আমার অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লসিত, আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল; শত্রুগণের কাছে আমার মুখ বিকশিত হইল; কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন