গীত 74:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত হইয়া ফিরিয়া না যায়; দুঃখী ও দরিদ্র তোমার নামের প্রশংসা করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত হয়ে ফিরে না যায়; দুঃখী ও দরিদ্র তোমার নামের প্রশংসা করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 পীড়িত ব্যক্তি যেন লজ্জিত হয়ে ফিরে না যায়; দরিদ্র আর অভাবী তোমার নামের প্রশংসা করুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 নিপীড়িতের প্রার্থনা যেন না হয় উপেক্ষিত, উৎপীড়িত যেন না হয় প্রত্যাখ্যাত, লজ্জিত। দীনহীন ও নির্যাতিত মানুষ যেন গাইতে পারে তোমার মহিমাগান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত হইয়া ফিরিয়া না যায়; দুঃখী ও দরিদ্র তোমার নামের প্রশংসা করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ঈশ্বর, আপনার লোকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। ওদের আর আহত হতে দেবেন না। আপনার দীন দুঃখী লোকরা আপনার প্রশংসা করে। অধ্যায় দেখুন |
এই স্থানে পুনর্বার আমোদের রব ও আনন্দের রব, বরের রব ও কন্যার রব শুনা যাইবে; এবং তাহাদেরও রব শুনা যাইবে, যাহারা বলে, ‘বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা কর, কেননা সদাপ্রভু মঙ্গলস্বরূপ, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী,’ আর যাহারা সদাপ্রভুর গৃহে স্তবগানরূপ উপহার আনয়ন করে। কেননা পূর্বকালের ন্যায় আমি এই দেশের বন্দিদশা ফিরাইব, ইহা সদাপ্রভু বলেন।