গীত 74:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 দিবস তোমার, রাত্রিও তোমার; তুমিই জ্যোতিষ্ক ও সূর্য রচনা করিয়াছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 দিন তোমার, রাত তোমার; তুমিই জ্যোতিষ্ক ও সূর্য রচনা করেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 দিন তোমার এবং রাতও তোমার তুমি সূর্য আর চাঁদ সৃষ্টি করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 দিনমান তোমার, রাত্রিও তোমার, তুমিই চন্দ্র ও সূর্যকে করেছ স্থাপন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 দিবস তোমার, রাত্রিও তোমার; তুমিই জ্যোতিষ্ক ও সূর্য্য রচনা করিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 হে ঈশ্বর, আপনিই দিন এবং রাত্রি নিয়ন্ত্রণ করেন। আপনিই চাঁদ এবং সূর্য সৃষ্টি করেছেন। অধ্যায় দেখুন |