গীত 73:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 কেননা তাহারা মৃত্যুকালে যন্ত্রণা পায় না, বরং তাহাদের কলেবর হৃষ্টপুষ্ট। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কেননা তারা মৃত্যুকালে যন্ত্রণা পায় না, বরং তাদের কলেবর হৃষ্টপুষ্ট। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তাদের জীবনে কোনো কষ্ট নেই; তাদের শরীর সুস্থ আর শক্তিশালী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 ওদের কোন দুঃখকষ্ট নেই, কলেবর বেশ হৃষ্টপুষ্ট, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কেননা তাহারা মৃত্যুকালে যন্ত্রণা পায় না, বরং তাহাদের কলেবর হৃষ্টপুষ্ট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ওরা সবাই বলবান লোক ছিলো। বেঁচে থাকবার জন্য ওদের কোন লড়াই করতে হত না। অধ্যায় দেখুন |