গীত 72:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 যাবৎ সূর্য থাকিবে, লোকে তোমাকে ভয় করিবে, যাবৎ চন্দ্র থাকিবে, পুরুষানুক্রমেই করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 যতদিন সূর্য থাকবে, লোকে তোমাকে ভয় করবে, যতদিন চন্দ্র থাকবে, পুরুষানুক্রমেই করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 যতদিন সূর্য থাকবে ততদিন আর যতদিন চন্দ্রের অস্তিত্ব রইবে, তিনি স্থায়ী হবেন, বংশপরম্পরায় হবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 চন্দ্র সূর্যের মত দীর্ঘায়ু হোন তিনি বিরাজ করুন তিনি যুগ যুগান্ত ধরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 যাবৎ সূর্য্য থাকিবে, লোকে তোমাকে ভয় করিবে, যাবৎ চন্দ্র থাকিবে, পুরুষানুক্রমেই করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 যতদিন পর্যন্ত আকাশে চাঁদ থাকে এবং সূর্য প্রতিভাত হবে ততদিন যেন লোকেরা রাজাকে ভয় ও শ্রদ্ধা করে। লোকরা যেন তাকে চিরদিন ভয় ও শ্রদ্ধা করে। অধ্যায় দেখুন |