গীত 72:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 তাঁহার নাম অনন্তকাল থাকিবে; সূর্যের স্থিতি পর্যন্ত তাঁহার নাম সতেজ থাকিবে; মনুষ্যেরা তাঁহাতে আশীর্বাদ পাইবে; সমুদয় জাতি তাঁহাকে ধন্য ধন্য বলিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তাঁর নাম অনন্তকাল পর্যন্ত স্থায়ী হবে; সূর্যের স্থিতি পর্যন্ত তাঁর নাম সতেজ থাকবে; মানুষেরা তাঁতে দোয়া পাবে; সমস্ত জাতি তাঁকে সুখী বলবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তাঁর নাম চিরস্থায়ী হোক; ততদিন হোক যতদিন সূর্য আলো দেবে। সমুদয় জাতি তাঁর মাধ্যমে আশীর্বাদ পাবে, এবং তারা তাঁকে ধন্য বলবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তাঁর খ্যাতি হোক চিরস্থায়ী, সূর্য যতদিন থাকবে ততদিন স্থায়ী হোক তাঁর সুনাম। তাঁর মাধ্যমেই লোকে হবে আশিসপ্রাপ্ত সকল জাতিই করুক তাঁর প্রশস্তি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তাঁহার নাম অনন্তকাল থাকিবে; সূর্য্যের স্থিতি পর্য্যন্ত তাঁহার নাম সতেজ থাকিবে; মনুষ্যেরা তাঁহাকে আশীর্ব্বাদ পাইবে; সমুদয় জাতি তাঁহাকে ধন্য ধন্য বলিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 রাজা যেন চিরদিনের জন্য বিখ্যাত হয়ে যান। যতদিন সূর্য প্রতিভাত হবে, ততদিন যেন লোকরা তাঁর নাম মনে রাখে। লোকরা যেন তাঁর আশীর্বাদ পায় এবং সকলে যেন তাঁকে আশীর্বাদ করে। অধ্যায় দেখুন |