গীত 72:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 দেশমধ্যে পর্বত-শিখরে প্রচুর শস্য হইবে, তাহার ফল লিবানোনের ন্যায় দোলায়মান হইবে; এবং নগরবাসীরা ভূমির তৃণের ন্যায় প্রফুল্ল হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 দেশের মধ্যে পর্বত-শিখরে প্রচুর শস্য হবে, তার ফল লেবাননের বনের মত দোলায়মান হবে; এবং নগরবাসীরা ভূমির ঘাসের মত প্রফুল্ল হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 দেশে শস্যের প্রাচুর্য হোক; পাহাড়ের উপরে সেসব দুলে উঠুক। লেবাননের গাছের মতো ফলের গাছ উন্নতি লাভ করুক আর মাঠের ঘাসের মতো সমৃদ্ধ হোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 দেশে হোক শস্যের প্রাচুর্য, গিরিশিখর সমূহে আন্দোলিত হোক শস্যগুচ্ছ, ফলগুলি হোক লেবাননের ফলের মত উৎকৃষ্ট, মাঠের তৃণদলের মত অপর্যাপ্ত হোক শস্য ভাণ্ডার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 দেশমধ্যে পর্ব্বত-শিখরে প্রচুর শস্য হইবে, তাহার ফল লিবানোনের ন্যায় দোলায়মান হইবে; এবং নগরবাসীরা ভূমির তৃণের ন্যায় প্রফুল্ল হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 জমিগুলিতে যেন প্রচুর পরিমানে ফসল হয়। পাহাড়গুলো যেন শস্যে ভরে ওঠে। জমিগুলো যেন লিবানোনের মত উর্বর হয়ে ওঠে। যেমন করে মাঠগুলো ঘাসে ভরে যায় তেমন করে যেন শহরগুলো মানুষে ভরে ওঠে। অধ্যায় দেখুন |