গীত 71:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করিব, হে আমার ঈশ্বর, তোমার সত্যের স্তব করিব, হে ইস্রায়েলের পবিত্রতম, বীণাতে তোমার উদ্দেশে সঙ্গীত করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আবার আমি নেবল যন্ত্রে তোমার প্রশংসা করবো, হে আমার আল্লাহ্, তোমার বিশ্বস্ততার প্রশংসা-গজল করবো, হে ইসরাইলের পবিত্রতম, বীণাতে তোমার উদ্দেশে গজল গাইব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 হে ঈশ্বর, তোমার বিশ্বস্ততার জন্য আমি বীণা সহযোগে তোমার প্রশংসা করব; হে ইস্রায়েলের পবিত্রজন, সুরবাহার দিয়ে আমি তোমার প্রশংসা করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 আমি আবার বীণা-যন্ত্রের ঝঙ্কারে করব তোমার স্তব, হে আমার ঈশ্বর, আমি গাইব তোমার সত্যের জয়গান। হে ইসরায়েলের পরমারাধ্য পবিত্রতম, আমার বীণার তন্ত্রীতে আমি তুলব তোমার স্তবের সুরলহরী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করিব, হে আমার ঈশ্বর, তোমার সত্যের স্তব করিব, হে ইস্রায়েলের পবিত্রতম, বীণাতে তোমার উদ্দেশে সঙ্গীত করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো। হে ঈশ্বর আমি গাইবো ও বলবো যে, আপনার ওপর নির্ভর করা যেতে পারে। ইস্রায়েলের পবিত্র এক এর জন্য বীণা বাজিয়ে আমি গান গাইবো। অধ্যায় দেখুন |