গীত 71:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 হে ঈশ্বর, তোমার ধর্মশীলতাও ঊর্ধ্ব পর্যন্ত ব্যাপ্ত; তুমি মহৎ মহৎ কার্য সাধন করিয়াছ; হে ঈশ্বর, তোমার তুল্য কে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 হে আল্লাহ্, তোমার ধর্মশীলতা আসমান পর্যন্ত ব্যাপ্ত; তুমিই মহৎ মহৎ কাজ করেছ; হে আল্লাহ্, তোমার মত আর কে আছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 হে ঈশ্বর, তোমার ধার্মিকতা আকাশমণ্ডল পর্যন্ত পৌঁছায়, তুমি মহান কর্ম সাধন করেছ। হে ঈশ্বর, তোমার মতো কে আছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 হে ঈশ্বর, গগনস্পর্শী তোমার ধার্মিকতা, মহান কীর্তিরাজি সাধন করেছ তুমি, হে ঈশ্বর, তোমার তুল্য আর কে আছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 হে ঈশ্বর, তোমার ধর্ম্মশীলতাও ঊর্দ্ধ পর্য্যন্ত ব্যাপ্ত; তুমি মহৎ মহৎ কার্য্য সাধন করিয়াছ; হে ঈশ্বর, তোমার তুল্য কে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 ঈশ্বর, আপনার ধার্ম্মিকতা আকাশের সীমা অতিক্রম করে যায়। ঈশ্বর, কোন দেবতাই আপনার মত নয়। আপনি বিস্ময়কর সব কাজ করেছেন। অধ্যায় দেখুন |