Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 70:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 যাহারা বলে, অহো, অহো, তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত ফিরিয়া যাউক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 যারা বলে, আহা, আহা, তারা নিজেদের লজ্জার দরুন ফিরে যাক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 যারা আমাকে বলে, “হা! হা!” তারা যেন লজ্জায় পিছু ফিরে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 যারা আমায় বিদ্রূপ করে, আচ্ছন্ন হোক তারা পরাজয়ের গ্লানিতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 যাহারা বলে, অহো, অহো, তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত ফিরিয়া যাউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 লোকে আমায় নিয়ে হাসাহাসি করে। আশা করি ওদের যা প্রাপ্য ওরা তাই পাবে এবং লজ্জাবোধ করবে।

অধ্যায় দেখুন কপি




গীত 70:3
10 ক্রস রেফারেন্স  

তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত স্তম্ভিত হউক, যাহারা আমাকে বলে, অহো! অহো!


সে অধর্মের বেতন দ্বারা একখানি ক্ষেত্র লাভ করিল; এবং অধোমুখে ভূমিতে পতিত হইলে তাহার উদর ফাটিয়া যাওয়াতে নাড়ী ভূঁড়ী সকল বাহির হইয়া পড়িল;


হে মনুষ্য-সন্তান, যিরূশালেমের বিষয়ে সোর বলিয়াছে, ‘বাহবা, জাতিগণের পুরদ্বার ভগ্ন হইল; সে আমার দিকে ফিরিয়াছে; আমি পূর্ণা হইব, সে ত উচ্ছিন্ন হইয়াছে;’


তুমি অম্মোন-সন্তানদিগকে বল, তোমরা প্রভু সদাপ্রভুর বাক্য শুন। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমার ধর্মধাম অপবিত্রীকৃত দেখিয়া তাহার বিষয়ে, ইস্রায়েল-ভূমি ধ্বংসিত দেখিয়া তাহার বিষয়ে, এবং যিহূদা-কুল বন্দি হইয়া যাত্রা করিয়াছে দেখিয়া তাহার বিষয়ে, বলিয়াছ, ‘বাহবা, বাহবা’;


তাহারা মনে মনে না বলুক, ‘অহো! ইহাই আমাদের অভিলাষ’ তাহারা না বলুক, ‘তাহাকে গ্রাস করিলাম’।


তাহারা আমার বিরুদ্ধে মুখ ব্যাদান করিত; বলিত, ‘অহো! অহো! আমাদের চক্ষু দেখিয়াছে।’


প্রভু সদাপ্রভু এই কথা কহেন, শত্রু তোমাদের বিরুদ্ধে বলিয়াছে, ‘বাহবা!’ আর, ‘সেই চিরন্তন উচ্চস্থলী সকল আমাদের অধিকার হইল;’


তাহারা লজ্জিত ও উচ্ছিন্ন হউক, যাহারা আমার প্রাণের বিপক্ষ; তাহারা তিরস্কারে ও অপমানে আচ্ছন্ন হউক, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে।


আমার জিহ্বাও সমস্ত দিন তোমার ধর্মশীলতার কথা কহিবে, কারণ তাহারা লজ্জিত হইয়াছে, তাহারা হতাশ হইয়াছে, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন